সাবেক ছাত্রদল নেতা রাজা মারা গেছেন

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলা ছাত্রদলের সাবেক নেতা আরিফ জাহাঙ্গীর রাজা মারা গেছেন। গতকাল সোমবার সন্ধ্যায় যশোরের কুইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নাল্লিাহি ………… রাজেউন)। তিনি উপজেলার গয়েশপুর গ্রামের সন্তান। গতকাল রাতেই নামাজে জানাজা শেষে তাকে গ্রামের কবরস্থানে দাফন করা হয়। আরিফ জাহাঙ্গীর রাজা বেশ কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন। রোববার তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে যশোরের কুইন্স হাসপাতালে ভর্তি করা হয়। সাবেক এ ছাত্রদল নেতার মৃত্যুতে জীবননগর উপজেলা ও পৌর বিএনপি, যুবদল ও ছাত্রদলের পক্ষ হতে গভীর শোকপ্রকাশ করা হয়েছে। সেই সাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়েছে।

 

Comments (0)
Add Comment