সাংবাদিক কামাল জোয়ার্দ্দারের বড় বোনের মৃত্যু : আজ দাফন

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সহসভাপতি ও দৈনিক ইনকিলাবের প্রতিনিধি কামাল জোয়ার্দ্দারের বড় বোন শিক্ষিকা রশিদা খাতুন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। গতরাত রাত ১২টা ১০মিনিটে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ বুধবার বাদ জোহর চুয়াডাঙ্গা শহরের জান্নাতুল মাওলা কবরস্থানে জানাজার নামাজ শেষে তার দাফনকাজ সম্পন্ন করা হবে। মরহুমা রশিদা খাতুন চুয়াডাঙ্গা পৌর এলাকার গুলশানপাড়ার মৃত সানোয়ার উদ্দীন সানা জোয়ার্দ্দারের বড় মেয়ে ও সিনেমাহল পাড়ার বাসিন্দা একটি বেসরকারি কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা কামরুজ্জমান বকুলের স্ত্রী। তিনি সংসার জীবনে এক কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এছাড়া জীবদ্দশায় কর্মজীবনে মরহুমা রশিদা খাতুন মাখালডাঙ্গা-দীননাথপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন। তিনি দীর্ঘদিন শারীরিকভাবে অসুস্থ হয়ে বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন। হঠাৎ তার অসুস্থতা বাড়লে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরমধ্যে গতকাল অবস্থার অবনতি হলে চিকিৎসাধীন অবস্থা তিনি মৃত্যুবরণ করেন।
এদিকে, সাংবাদিক কামাল জোয়ার্দ্দারের বড় বোনের মৃত্যুতে চুয়াডাঙ্গা প্রেসক্লাব, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের নেতৃবৃন্দসহ দৈনিক মাথাভাঙ্গা  পরিবার গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে।

Comments (0)
Add Comment