সরোজগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সাংবাদিক শাকিলের ইন্তেকাল

সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সরোজগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হোয়াইট হাউজ কেবল নেটওয়ার্কে ক্যাশিয়ার শাকিল উজ জামান ইন্তেকাল করেছেন। তিনি গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে নিজবাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না….রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪০ বছর। শাকিল সরোজগঞ্জ বাজারের বাসিন্দা খেজুরতলা গ্রামের জালাল উদ্দিন মহরের ছেলে। শাকিল ব্যবসার পাশাপাশি স্থানীয় দৈনিক পশ্চিমাঞ্চল পত্রিকার সরোজগঞ্জ প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করে আসছিলেন। গতকাল বিকেলে সরোজগঞ্জ কেন্দ্রীয় ঈদগা ময়দানে ১ম জানাজা শেষে গ্রামের বাড়ি খেজুরতলা গ্রামে ২য় ময়দানে জানাজা শেষে পারিবারিক কবর দাফন করা হয়। মৃত্যুকালে তিনি পিতা-মাতা, ভাই-বোন, স্ত্রী ১ ছেলে ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুতে শোক জানিয়েছেন দৈনিক পশ্চিমাঞ্চল পত্রিকার সম্পাদক ও প্রকাশক আজাদ মালিতা। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন। এছাড়াও শোক জানিয়েছেন দৈনিক পশ্চিমাঞ্চল পত্রিকার নির্বাহী সম্পাদক রুবায়েত বিন আজাদ সুস্তিরসহ পশ্চিমাঞ্চল পরিবার।
মরহুমের জানাজা অংশগ্রহণ করেন চুয়াডাঙ্গা জেলা কৃষক লীগের সাবেক সভাপতি হাজি আজিজুল হক, সরোজগঞ্জ বাজার উন্নয়ন কমিটির উপদেষ্টা হাজি সামসুল আলম, হাজি আব্দুল মালেক মোল্লা, সরোজগঞ্জ বাজার উন্নয়ন কমিটির সভাপতি ও তেতুল শেখ কলেজ ও ছাদেমান নেছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হাজি আব্দুল্লা শেখ, কুতুবপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি হাজি মজিবর রহমান, কুতুবপুর ইউপি চেয়ারম্যান আলী আহম্মদ হাসানুজ্জামান মানিক, চুয়াডাঙ্গা সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জুয়েল রানা, সরোজগঞ্জ বাজার উন্নয়ন কমিটির সহসভাপতি হাজি আব্দুর রহমান ছবদুল, তেতুল শেখ কলেজের অধ্যক্ষ মারফুল হক, আইলহাস লক্ষ্মীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাইজাল হক, হাজি মনিরুল ইসলাম, শরিফুল ইসলাম, ডা. মতিয়ার রহমান, শঙ্করচন্দ্র ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক নিলুয়ার হোসেন, চুয়াডাঙ্গা সদর উপজেলা জামাতের সাবেক আমির হাজি আব্দুর রউফ মিয়া। দোয়া পরিচালনা করেন বদরগঞ্জ কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ আব্দুল জলিল হালদার।

Comments (0)
Add Comment