সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার বদরগঞ্জ বাজারের দুই ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বিএসটিআই অনুমোদন না থাকায় দুই প্রতিষ্ঠানের মালিককে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল বুধবার বেলা সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে এ দ-াদেশ দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম তারিক উজ জামান।
আদালতসূত্রে জানা গেছে, বিএসটিআই অনুমোদন না থাকায় বিএসটিআই আইন ২০১৮/২৭ ধারায় বদরগঞ্জ বাজারের মেসার্স এম.ডব্লিউ.সি ওয়াটার কোম্পানি মালিক তাহমিদ হাসান তমালকে ২৫ হাজার টাকা এবং একই অপরাধে সরোজগঞ্জ বাজারে মেসার্স রাকিব ওয়েল মিল মালিক রাকিবুল ইসলাম ৩০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। আদালতে সহযোগিতা করেন বিএসটিআই খুলনার পরিদর্শক দীপঙ্কর কুমার দত্ত ও আনসার বাহিনীর সদস্যরা।