সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বাজারের মনিরুল ইসলাম ফিলিং স্টেশনে এলপিজি পাম্পের উদ্বোধন করা হয়েছে। গত রোববার বিকেল ৫টার দিকে এলপিজি পাম্পের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ও স্বেচ্ছাসেবলীগের আহবায়ক জুলেয় রানা, কুতুবপুর ইউনিয়ন আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন মালিতা, চুয়াডাঙ্গা সদর উপজেলা আ.লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মানোয়ার হোসেন, প্রভাসক আজিবর রহমান, শিক্ষক আলি আহম্মদ শলক, চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল হান্নান, মেহের আলী ম-ল, মনিরুল ইসলাম ফিলিং স্টেশনের মালিক হাজি মনিরুল ইসলাম প্রমুখ। দোয়া পরিচালনা করেন সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ধর্ম শিক্ষক আব্দুর জব্বার।