পাঁচমাইল প্রতিনিধি: চুয়াডাঙ্গা সরোজগঞ্জ বিভিন্ন এলাকায় গতকাল সোমবার দুপুর ১২টা হতে ১টা পর্যন্ত চুয়াডাঙ্গা সদরে সরোজগঞ্জ বাজারে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় অনটেস্ট ২টি মোটরসাইকেল জব্দ ও ১৭টি মোটরসাইকেল চালকের আইনের বিভিন্ন কারণে মামলা হয়েছে বলে পুলিশের বিশেষ অভিযানসূত্রে জানা গেছে। এ অভিযান পরিচালনা ছিলেন ট্রাফিক পুলিশের টি আই মনিরুলজ্জামান, টি আই আমিরুল ইসলাম, সার্জেন্ট নূরুল ইসলাম, সার্জেন্ট নবাব আলী, সার্জেন্ট অনিমেষ, এটিএস আই কালামসহ সঙ্গীও ফোর্স।