মেহেরপুর অফিস: বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের উদ্যোগে খুলনায় অনুষ্ঠিত সরকারি কর্মচারীদের ছেলে-মেয়েদের ৩৪তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভাগীয় পর্যায়ে মেহেরপুরের ছেলে-মেয়েরা অসামান্য কৃতিত্ব অর্জন করেছে। বিভাগীয় পর্যায়ে মেহেরপুর ছেলে-মেয়েরা মোট ৬টি ইভেন্টে ১৭টি পুরস্কার লাভ করেছে।
গতকাল শনিবার খুলনায় অনুষ্ঠিত সরকারি কর্মচারীদের ছেলে-মেয়েদের ১০০ মিটার ও ২০০ মিটার দৌড়, দীর্ঘ লাফ, উচ্চ লাফসহ বিভিন্ন প্রতিযোগিতায় এ পুরস্কার লাভ করে। প্রতিযোগিতার উচ্চ লাফে জ্যোতি খাতুন প্রথম। বর্ষা নিক্ষেপে লিমন আলী প্রথম। ১০০ মিটার দৌড়ে রামিজ মাহমুদ প্রথম। ১০০ মিটার দৌড়ে ববিতা খাতুন দ্বিতীয়। ২০০ মিটার দৌড়ে রিমন হোসেন প্রথম। বর্ষা নিক্ষেপে বৈশাখী খাতুন তৃতীয়। দীর্ঘ লাফে ববিতা খাতুন ৩য়। দীর্ঘ লাফে রুমানা তৃতীয়। উচ্চ লাফে জ্যোতি রানা ভৌমিক দ্বিতীয়। রিলে দৌড়ে প্রথমসহ সর্বমোট ১৭টি পুরস্কার লাভ করে। সরকারি কমিশনা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
সরকারি কর্মচারীদের ছেলে-মেয়েদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভাগীয় পর্যায়ে মেহেরপুরের ছেলে-মেয়েরা অসামান্য কৃতিত্ব অর্জন করায় জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খান খেলোয়াড় ও কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন।