সকল দেশের আধুনিক প্রযুক্তির পেছনে রয়েছে বিজ্ঞান

চুয়াডাঙ্গায় ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধনকালে জেলা প্রশাসক
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় দুদিন ব্যাপী ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। ‘স্মার্টফোনে আসক্তি, পড়াশোনার ক্ষতি’ এ প্রতিপাদ্যেকে সামনে রেখে গতকাল শনিবার ডিসি সাহিত্য মঞ্চ চত্বরে এ মেলার আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান বলেন, সকল দেশের আধুনিক প্রযুক্তির পেছনে রয়েছে বিজ্ঞান। এই বিজ্ঞানভিত্তিক প্রযুক্তিকে আরো অগ্রগতির মাধ্যম কাজে লাগিয়ে আগামীর সোনার বাংলা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক মো. আরাফাত রহমান। চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সি আবু সাইফের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক, চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আজিজুর রহমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমানসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষার্থীবৃন্দ। ৩৫টি স্টলে মাধ্যমিক দাখিল ও কলেজ প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীরা বিভিন্ন উদ্ভাবিত প্রযুক্তি প্রদর্শন করেছে। উদ্বোধনী পরবর্তী সময়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞান ভিত্তিক স্টল পরিদর্শনকালে প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে পুঁথিগত বিদ্যা পরিহার করে প্রযুক্তি ও বিজ্ঞানের প্রতি মনোযোগ দিতে পরামর্শ প্রদান করেন।

Comments (0)
Add Comment