সংসদ সদস্য ছেলুনের জোয়ার্দ্দারের সুস্থতা কামনায় দোয়া ও ইফতার অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ রেডক্রসের প্রতিষ্ঠাতা সদস্য (বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি) চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের সুস্থতা কামনা করে দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিট কার্যালয়ে এ দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়। এ সময় দোয়া পরিচালনা করেন বায়তুল আমান জামে মসজিদের পেশ ইমাম আব্দুল মজিদ।
দোয়া ও ইফতার মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন রেডক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান অ্যাড. সোহরাব হোসেন ও সেক্রেটারি শহিদুল ইসলাম শাহান। এ সময় ইউেিনটর কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাড. রফিকুল ইসলাম, অ্যাড. শাহজাহান মুকুল, অ্যাড. শফিকুল ইসলাম, আসাদুজ্জামান কবীর, বিলকিস জাহান, কনসালটেন্ট ডা. ফকির মোহাম্মদ, জেলা ক্লিনিক মালিক সমিতির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম লাভলু, ইউনিট অফিসার ওবাইদুল ইসলাম পারভেজ, অপথালমিক ইউনুস আলী, আজীবন সদস্য লিটু বিশ্বাস ও এবিএম মাহফুজুল হাসান বাচ্চু, যুবপ্রধান জাহাঙ্গীর আলম, উপ-যুবপ্রধান বিপ্লব হোসেন, চক্ষু হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী ও যুব সদস্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের সেক্রেটারি শহিদুল ইসলাম শাহান বলেন, বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি আমাদের সকলের অভিভাবক। তার সফল অস্ত্রপাচার হয়েছে। আপনারা সকলেই দলমত নির্বিশেষে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন।

Comments (0)
Add Comment