যশোরের বাঘারপাড়া উপজেলায় এক ভ্যানচালকের বসতবাড়ির শোবার ঘর থেকে ২৫টি ডিমসহ একটি বিষধর গোখরা সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার বন্দবিলা ইউনিয়নের পার্বতীপুর গ্রামের ভ্যানচালক তছির শেখের ঘরের মেঝের মাটি খুঁড়ে সাপ ও ডিমগুলো উদ্ধার করা হয়।
তছির শেখ বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর মেয়ে পিনজিরা খাতুন (৭) শোবার ঘরের মেঝেতে একটি গর্ত দেখতে পায়। ওই গর্তের মুখে সদ্য ত্যাগ করা সাপের একটি খোলস পড়ে ছিল। শুক্রবার দুপুরে একজন সাপুড়ে ওঝা বাড়িতে আনা হয়। ওঝা স্থানীয় কয়েকজন ব্যক্তির সহযোগিতায় ঘরের মেঝের ওই গর্ত খোঁড়া শুরু করেন। একপর্যায়ে খাটের নিচের গর্ত থেকে একটি বিষধর মা গোখরা ধরেন। এরপর গর্ত থেকে সাপের ২৫টি ডিম উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ডিমগুলো ধ্বংস করা হয়েছে এবং সাপটির বিষদাঁত ভেঙে ওঝা নিয়ে গেছেন বলে জানান তছির শেখ।
ওঝা ইয়াসিন হোসেন বলেন, উদ্ধার হওয়া গোখরা সাপটি সাড়ে পাঁচ ফুট লম্বা। সপ্তাহখানেক পরই ডিমগুলো থেকে বাচ্চা বের হয়ে চারদিকে ছড়িয়ে পড়ত।
ওঝা জানান, গোখরা সাধারণত ঘরের মেঝেতে থাকে। মাটির নিচে ডিম পাড়ে এবং মা সাপটি ডিমের আশপাশে অবস্থান করে। বিষধর এই জাতের সাপের কামড়ে মানুষের মৃত্যু হতে পারে।