ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় এক খরিদ্দার আব্দুর রাজ্জাক ও পতিতা করুনা খাতুন নামে দুজনকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে পৌর এলাকার কবিরপুর মাধ্যমিক স্কুলের পাশে একটি বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃত পতিতার বাড়ি ঝিনাইদেহ ও খরিদ্দার পুরুষের বাড়ি উপজেলার দিগনগর ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামে। পরে পুলিশকে খবর দিলে তাদেরকে আটক করে থানা হেফাজতে নিয়ে আসে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম।