মেহেরপুর অফিস: অব্যাহত শিক্ষক নির্যাতন, নিপীড়ন ও হত্যার প্রতিবাদে দেশব্যাপী প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশের অংশ হিসেবে মেহেরপুরে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৫ টার দিকে মেহেরপুর প্রেসক্লাব প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি সুশীল চক্রবর্তী এর নেতৃৃত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক এডভোকেট মিজানুর রহমান, অক্সফোর্ড কিন্ডারগার্ডেন স্কুলের অধ্যক্ষ জানে আলম, সদস্য মো. ফিরোজ হোসেন, আরাত্রিকা চক্রবর্তী, সাধনা খাতুন, রবীন্দ্রনাথ ভট্টাচার্য, সঞ্জিত পাল বাপ্পি, শহিদুল ইসলাম কানন, রতন পাল, আহসান রাজিব (অপু), রাজন, অনুভব আহমেদ প্রমুখ। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অতিথি বৃন্দ বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের দাবি আশুলিয়া স্কুল এন্ড কলেজের শিক্ষক-কে পিটিয়ে হত্যাসহ সারাদেশে শিক্ষক হেনস্তা করার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং কলেজের শিক্ষক উৎপল কুমার সরকারের পরিবারের দায়িত্ব সরকারকে নিতে হবে। তাছাড়াও শিক্ষকদের সুরক্ষা আইন করতে হবে। শিক্ষকদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। সুষ্ঠু বিচার ও প্রতিকার না পেলে এবার শিক্ষকরাও প্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হবে।