আলমডাঙ্গা ব্যুরো: শতভাগ মাস্ক ব্যবহার নিশ্চিত করতে আলমডাঙ্গা উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করেছে। ৯ ডিসেম্বর মাস্ক ব্যবহার না ও ভোক্তাধিকার আইনে জরিমানা করা হয়। জানাগেছে, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শতভাগ মাস্ক ব্যবহার নিশ্চিত করতে আলমডাঙ্গা পৌর পশুহাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় মাস্ক না ব্যবহার করায় আলমডাঙ্গা পশুহাটে গরু বিক্রি করতে আসা কুষ্টিয়া মিরপুর উপজেলা চরনওদাপাড়া গ্রামের বাবলুকে ৫শ টাকা, মেহেরপুর উপজেলার সড়াবাড়িয়া গ্রামের আকরামুলকে ৩শ টাকা জরিমানা করেন। জনসম্মুখে সিগারের খাওয়ার অপরাধে উপজেলার ফরিদপুর গ্রামের আব্দুর রশিদকে ২শ টাকা জরিমানা করেন। আলমডাঙ্গা পশুহাটে মাইকে প্রচার করে নাম সর্বস্ব কোম্পানির বিভিন্ন ট্যাবলেট বিক্রি করার অপরাধে ভোক্তাধিকার আইনে কামালপুর গ্রামের শাহ আলমের ছেলে চান মিয়াকে ৫শ টাকা জরিমানা করেন ও নাম সর্বস্ব কোম্পানির ট্যাবলেটগুলো জব্দ করে ধংস করেন।