মেহেরপুর অফিস ঃ মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের শুভরাজপুর গ্রামে রাস্তা করাকে কেন্দ্র করে জেলা পরিষদের সদস্য ইমতিয়াজ আহমদ মিরন ও সাবেক ইউপি সদস্য মজনু গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ৮ জন আহত হয়েছেন। গতকাল শনিবার সকালের দিকে গ্রামে একটি রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দু’পক্ষের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়। আহতরা হলেন- শুভরাজপুর গ্রামের ফরমান আলীর ছেলে শাহাদত হোসেন, আতর আলীর ছেলে আহসান হাবীব, ইমাজ উদ্দিনের ছেলে কুদ্দুস আলী, আবদুল হান্নানের ছেলে জাকির হোসেন, হাসমত আলীর ছেলে জুল হোসেন, সুরমান আলীর ছেলে ইদ্রিস আলী, শরিফুল ইসলামের মানিক হোসেন ও মাওলা বক্সের ছেলে আব্দুল মতিন। তাদেরকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে চিকিৎসাধীন শাহাদাত হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।