মেহেরপুর সিডিপি’র উদ্যোগে বিশ্ব হেপাটাইটিস দিবস পালিত

 

মুজিবনগর প্রতিনিধি: গুডনেইবারস বাংলাদেশ, মেহেরপুর সিডিপি’র উদ্যোগে সিডিপি’র অফিস চত্বরে বিশ্ব হেপাটাইটিস দিবস ২০২২ উপলক্ষে র‌্যালি আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় সিডিপি’র প্রজেক্ট ম্যানেজার মি. বিভর দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার ডা. মঞ্জুরুল হাসান নিকসন। এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন গুডনেইবারস বাংলাদেশ, মেহেরপুর সিডিপি’র সিনিয়র প্রোগ্রাম অফিসার এস.এম. রিফাত আল মাহমুদ, কো-অপারেটিভ অফিসার জয় চক্রবতী ও মেডিকেল অফিসার ডা. সাইফুল আশরাফী শিশির প্রমুখ। অনুষ্ঠান শেষে অনুষ্ঠানে সকল অংশগ্রহণকারীরা উন্মমুক্ত আলোচনাসভায় অংশগ্রহণ করেন।

গুডনেইবারস মেহেরপুর সিডিপি’র স্পন্সর ছাত্রী ও মায়েরা এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শুরুতে সিডিপি’র প্রজেক্ট ম্যানেজার মি. বিভর দেওয়ানের নেতৃত্বে র‌্যালিটি বল্লভপুর সিডিপি-গুডনেইবারস অফিস প্রাঙ্গণে থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Comments (0)
Add Comment