মেহেরপুর সরকারি মহিলা কলেজের বার্ষিকীতে জাগরণের মোড়ক উন্মোচন

 

মেহেরপুর অফিস: মেহেরপুর সরকারি মহিলা কলেজের বার্ষিকীতে ‘জাগরণ’ এর মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে সরকারি মহিলা কলেজ মিলনায়তনে মহিলা কলেজের বার্ষিকী ‘জাগরণ’ এর মোড়ক উন্মোচন করা হয়। মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম উপস্থিত থেকে বার্ষিকী ‘জাগরণ’ এর মোড়ক উন্মোচন করেন। এ সময় কলেজের উপাধ্যক্ষ ইয়ামিন আলী, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান, কাজী আশরাফুল আলম, ড. এসএম আতিয়ার রহমান, মেরাজ উদ্দিন, তবিবুর রহমান, খালেকুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

Comments (0)
Add Comment