মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে শহরের পাশে ভৈরব নদীর পন্ডের ঘাট থেকে শুরু করে চকশ্যামনগর পর্যন্ত ওয়াকওয়ে সড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরের দিকে সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুলকারনাইন বায়েজিদ উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন। ভৈরব নদীর পন্ডের ঘাট থেকে শুরু করে চকশ্যামনগর পর্যন্ত নদীর রাস্তার দুই পাশে দুই হাজার ফলজ বনজ ঔষধি বৃক্ষরোপণ করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে মেহেরপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি দুলাল মাহমুদ, সাইদ বাপ্পী, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, সদর থানা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সুইট মাহমুদসহ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।