মেহেরপুর শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতি থেকে অবসর ভাতা প্রদান

 

মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে সদর উপজেলার গোভীপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির কর্মচারী বদরুজ্জামান চাকরি থেকে অবসর গ্রহণ করায় তাকে অবসর ভাতা প্রদান করা হয়েছে। গতকাল রোববার সকালের দিকে মেহেরপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস মিলনায়তনে অবসর ভাতা প্রদান করা হয়। মেহেরপুর সদর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আশরাফুজ্জামানের সভাপতিত্বে ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আনারুল ইসলাম। অনুষ্ঠানে গোভীপুর মাধ্যমিক বিদ্যালয় ৪র্থ শ্রেণির কর্মচারী বদরুজ্জামানকে ৩২ হাজার ৮শ টাকা প্রদান করা হয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে মেহেরপুর সদর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, গোভীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহারুল ইসলাম, হাতিভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, কুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিফাত আলী, টেংরামারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

Comments (0)
Add Comment