মেহেরপুর শহর সমাজসেবার সুদমুক্ত ক্ষুদ্র ঋণ বিতরণ

মেহেরপুর অফিস: মেহেরপুর শহর সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত সুদমুক্ত ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়েছে। গতকাল রোববার দুপুরের দিকে মেহেরপুর উপজেলার হরিপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়।
শহর সমাজসেবা সমন্বয় পরিষদের সভাপতি আমিনুল ইসলাম খোকন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের বুড়িপোতা, ফতেপুর, ইছাখালী ও হরিরামপুর গ্রামের ৪৮ জনের মধ্যে ১২ লাখ টাকা সুদমুক্ত ক্ষুদ্র ঋণ বিতরণ করেন।
ঋণ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদপ্তর উপপরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বী, শহর সমাজসেবা অফিসার সোহেল মাহমুদ, শহর সমাজসেবা সমন্বয় পরিষদের সহ-সভাপতি রাহিনুজ্জামান পলেন, মেহেরপুর জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরণ প্রমুখ।

 

Comments (0)
Add Comment