স্টাফ রিপোর্টার: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বাংলাদেশ যুবলীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় মেহেরপুর জেলা যুবলীগের যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টার মিলনায়তনে এ যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. গোলাম রসুল। মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশানের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. মিয়াজান আলী। অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর শহর আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মুজিবনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জিয়াউদ্দিন বিশ্বাস, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মো. আসকার আলী। এছাড়াও আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান, যুবলীগ নেতা সাজেদুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল রানা, সাবেক ছাত্রলীগ নেতা মাহফুজুর রহমান পলেন, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, মেহেরপুর জেলা পরিষদের সদস্য ইমতিয়াজ হোসেন মিরন, নিসান সাবের প্রমুখ এ সময় বক্তব্য রাখেন।