মেহেরপুর বুড়িপোতা ইউনিয়নের ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষণা

 

মেহেরপুর অফিস: বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ মেহেরপুর সদর উপজেলা শাখার উদ্যোগে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের ২, ৫ ও ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শেষে কমিটি ঘোষণা করা হয়েছে।

গতকাল সোমবার রাতে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউপির রাজাপুর গ্রামে ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শেষে তিনটি ওয়ার্ডের কমিটির নাম ঘোষণা করা হয়। মেহেরপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সানোয়ার হোসেন তিনটি ওয়ার্ড কমিটির নাম ঘোষণা করেন। এতে ২নং ওয়ার্ড কমিটিতে শাহ জামালকে সভাপতি ও কামরুল ইসলামকে সাধারণ সম্পাদক, ৫ নম্বর ওয়ার্ড কমিটিতে সাইদুর রহমানকে সভাপতি ও ইদ্রিস আলীকে সাধারণ সম্পাদক এবং ৬নম্বর ওয়ার্ড কমিটিতে আকবর হোসেনকে সভাপতি ও ওসমানকে সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষণা করা হয়।

Comments (0)
Add Comment