মেহেরপুর অফিস: আসন্ন মেহেরপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মাহফুজুর রহমান রিটন ভোট চেয়ে গণসংযোগ ও পথসভা করেছেন। গতকাল শনিবার মেহেরপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে নৌকায় ভোট চান তিনি।
এসময় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মাহফুজুর রহমান রিটনসহ পথসভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, দপ্তর সম্পাদক মোখলেছুর রহমান খোকন, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খ ম ইমতিয়াজ বিন হারুন জুয়েল, মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক প্রমুখ। এদিন সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত মাহফুজুর রহমান রিটনসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ গণসংযোগে অংশ গ্রহণ করেন।