মেহেরপুর অফিস: আগামী ১৫ জুন মেহেরপুর পৌরসভা ও ৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনে বর্তমান মেয়রসহ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৩ মেয়র প্রার্থী। গতকাল মঙ্গলবার মেহেরপুর জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বর্তমান মেয়র মাহফুজুর রহমান রিটন, সাবেক মেয়র মোতাছিম বিল্লাহ মতু ও মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আরিফুল এনাম বকুল মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭ মে, বাছাই ১৯ মে, আপিল দায়ের ২০, ২১ ও ২২ মে। আপিল নিষ্পত্তি ২৩, ২৪ ও ২৫ মে। এ ছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৫ মে, প্রতীক বরাদ্দ ২৭ মে এবং ভোট গ্রহণ ১৫ জুন।
এদিকে মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার দলীয় প্রার্থী হতে পিরোজপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস এবং নবগঠিত বারাদি ইউনিয়নের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেতে মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মনোনয়নপত্র জমা দিয়েছেন। মঙ্গলবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় আব্দুস সামাদ বাবলু বিশ্বাস এবং মমিনুল ইসলাম একসঙ্গে দলীয় মনোনয়নপত্র জমা দেন।