মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার মেহেরপুর পুলিশ লাইন মাঠে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার মো. রাফিউল আলম (পিপিএম-সেবা), মাস্টার প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. কামরুল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. আহসান খান ও অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মো. আজমল হোসেন উপস্থিতি ছিলেন। মাস্টার প্যারেডে পুলিশের বিভিন্ন ইউনিট অংশগ্রহণ করে। পুলিশ সুপার মো. রাফিউল আলম (পিপিএম-সেবা) পুলিশের সকল পর্যায়ের অফিসার ও ফোর্সদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।