মেহেরপুর অফিস ঃ মেহেরপুর গাংনী উপজেলার বামুন্দী বাজারের পরিচ্ছন্ন কর্মী সুন্দরী বেগমের হত্যা রহস্য উদঘাটনে মূখ্য ভূমিকা পালন করায় পুরস্কৃত হয়েছেন ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী। মেহেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে তাকে পুরস্কৃত করা হয়। গতকাল বুধবার দুপুরের দিকে মেহেরপুর পুলিশ লাইলে পুলিশ সুপার এসএম মুরাদ আলি উপস্থিত থেকে ডিবির ওসি জুলফিকার আলীর হাতে পুরষ্কার তুলে দেন। এসময় সেখানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসিবুল আলম সহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা।