মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে জেলা স্বেচ্ছাসেবক লীগের বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার দুপুরের দিকে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা স্বেচ্ছাসেবক লীগের বর্ধিতসভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আরিফুল এনাম বকুলের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ নাসির উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় যুগ্মসম্পাদক খায়রুল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল সায়েম। বর্ধিতসভায় বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাকিল আহমেদ বাবু, উপ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জিসান মাহমুদ, কেন্দ্রীয় সদস্য আদনান সুমন।
মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মতির সঞ্চালনায় বর্ধিতসভায় বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা সভাপতি সানোয়ার হোসেন, মুজিবনগর উপজেলা সভাপতি বেলাল হোসেন, গাংনী উপজেলা সভাপতি আবুল বাশার, মেহেরপুর পৌর শাখার সম্পাদক কামাল হোসেন জুয়েল, গাংনী পৌর শাখার সাধারণ সম্পাদক জীবন আক্তার প্রমুখ।