মেহেরপুর জেলার মাসিক উন্নয়ন সমন্বয়সভা অনুষ্ঠিত

 

মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর জেলার মাসিক উন্নয়ন সমন্বয়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মেহেরপুর জেলার মাসিক উন্নয়ন সমন্বয়সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে সমন্বয় সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মো. মোজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুজ্জামান ভূঁইয়া, মেহেরপুর জেলা আনসার কমা-ার সাহাদাত হোসেন, মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজি কাদের মোহাম্মদ ফজলে রাব্বী, জেলা মৎস্য কর্মকর্তা রোকনুজ্জামান, জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুল্লাহ, গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম, বিআরডিবির উপ-পরিচালক জাকিরুল ইসলাম প্রমুখ।

Comments (0)
Add Comment