মেহেরপুর অফিস: মেহেরপুর থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে হেরোইনসহ ৩জনকে গ্রেফতার করেছে। গতকাল শুক্রবার মেহেরপুর সদর থানার এএসআই শাকিল খানের নেতৃত্বে এ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ৩জনের কাছ থেকে উদ্ধার করা হয় ১০ গ্রাম হেরোইন উদ্ধার। গ্রেফতারকৃতরা হলেন মেহেরপুর শহরের বেড়পাড়ার আবদুল হামিদের ছেলে সাইফুল ইসলাম রনি, শহরের ক্যাশবপাড়ার ইয়ারুল ইসলামের ছেলে জনিরুল ইসলাম ও বেড়পাড়ার হযরত আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন।
জানা গেছে, গোপনসূত্রে খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের এএসআই শাকিল খানের নেতৃত্বে শহরের ছহিউদ্দিন ডিগ্রী কলেজের পাশ থেকে ওই তিনজনকে গ্রেফতার করেন। এসময় তাদের কাছ থেকে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা হয়েছে।