মেহেরপুর অফিস: সড়ক দুর্ঘটনায় শরীর থেকে এক পা বিচ্ছিন্ন হয়ে গেছে আছিয়া খাতুন (৫) নামের এক শিশুর। গতকাল শুক্রবার সকালের দিকে মেহেরপুর সদর উপজেলা বামনপাড়া মোড়ে ইজিবাইক ও পাখিভ্যানের সাথে দুর্ঘটনায় শিশু আছিয়ার দেহ থেকে পা বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আছিয়া খাতুন মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়নের আশরাফপুর গ্রামের দুখু মিয়ার মেয়ে এবং স্থানীয় প্রভাতী কিন্ডারগার্টেনের প্রথম শ্রেণির ছাত্রী।
আছিয়ার মা জানান, সকালের দিকে তিনি তার মেয়ে আছিয়া খাতুনকে নিয়ে ইজিবাইকযোগে বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পথিমধ্যে মেহেরপুর সদর উপজেলার বামনপাড়া মোড়ে বিপরীতগামী একটি পাখিভ্যানের সাথে ধাক্কা লেগে আছিয়া খাতুনের ডান পায়ের হাঁটুর নিচ থেকে কেটে দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।