মেহেরপুর অফিস: মেহেরপুর শহরের কলেজ মোড় গোল চত্বরে ইফতারের আগমুহূর্তে এক অনন্য চিত্র। পুরো গোল চত্বর জুড়ে রয়েছে ইফতারের সমাহার। ছোট ছোট প্যাকেটে সুন্দর করে ইফতার সাজানো রয়েছে। পথচারী আসহয় দুস্থ সকলেই ইফতারের পূর্বমুহূর্তে গোলচত্বরের কাছে এসে দাঁড়িয়ে যাচ্ছেন। যে যার ইচ্ছে মতো ইফতার তুলে নিচ্ছেন। কেউ বা রাস্তার পাশে বসেই ইফতার করে নিচ্ছেন। আবার কেউবা নিজের চাহিদা মতো পরিবার পরিজনের জন্য ইফতারের প্যাকেট নিয়ে চলে যাচ্ছেন। এই করোনা মহামারীর সময় যাদের সমর্থ নেই তারা যেন ইফতার নিতে লজ্জায় না পড়ে এ কারণে মিজানুর রহমান জনির উদ্যোগে রোজাদারদের ইফতার করাচ্ছেন তিনি। মিজানুর রহমান জনি বলেন, করোনাকালীন সময়ে আর্থিক অনটনের কারণে এ রমজানে অনেকে ইফতার করতে পারে না। এমন অসচ্ছল পরিবার রয়েছে যারা সাহায্যের জন্য হাত পাততে পারেন না। তাদের কথা ভেবে এই আয়োজন। তাই মেহেরপুর কলেজ মোড়ের গোল চত্বরটা শহরের সবচেয়ে বড় পরিসরের মোড় হওয়ায় ওখানে ইফতার রাখার সিদ্ধান্ত নিলাম। প্রতিদিন ইফতারের একঘণ্টা আগে গোল চতরে অর্থাৎ আল্লাহ ক্যালিগ্রাফির নিচে ইফতারের প্যাকে সুন্দর করে সাজিয়ে রাখা হয়। এখান থেকে বিভিন্নজন তাদের চাহিদা মতো ইফতার তুলে নেন। কোনো কোনো ব্যক্তি তার পরিবার পরিজনের জন্য একাধিক প্যাকেট নিয়ে যান আবার কেউ কেউ একটি প্যাকেট নিয়ে রাস্তার ধারে বসে ইফতার করেন। প্রতিদিন ৭০-৮০ প্যাকেট ইফতার এখানে রাখা হয়। ইফতারের মেনুতে রয়েছে ছোলা, চপ, বেগুনি, পিয়াজু, কলা, মুড়ি। আবার কোনো কোনোদিন থাকে সবজি খিচুড়ি। ইফতারে প্রতিদিন গড়ে ৬-৭শ টাকা মতো খরচ হয়। এর পুরো খরচটাই বহন করেন মিজানুর রহমান জনি। তাকে সহযোগিতা করেন মো. সাইদ, সান মোহাম্মদ, সোহানুর রহমান নামে তিন যুবক।