মেহেরপুরে যুব মহিলা লীগের প্রস্তুতিসভা

মেহেরপুর অফিস: ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন উপলক্ষে মেহেরপুর জেলা যুব মহিলা লীগের সকল ইউনিট প্রধানদের নিয়ে প্রস্তুতিসভা করেছে মেহেরপুর জেলা যুব মহিলা লীগ। গতকাল বুধবার সন্ধ্যায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের বাসভবনে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা যুব মহিলা লীগের সভানেত্রী সামিউন বাসিরা পলির সভাপতিত্বে প্রস্তুতিসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য সৈয়দা মোনালিসা ইসলাম। অন্যদের মধ্যে জেলা সম্পাদিকা অ্যাডভোকেট রুতসোভা মন্ডল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লতিফুর নেছা লতা, রোকসানা কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Comments (0)
Add Comment