মেহেরপুর অফিস: মেহেরপুর ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে মাদক মামলার পলাতক আসামি তানিশা ইয়াসমিন ইমাকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যার দিকে মেহেরপুর শহরের ওয়াবদা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তানিশা ইয়াসমিন ইমা মেহেরপুর শহরের মিয়াপাড়ার ভাড়াটিয়া আলোচিত রুবেল হোসেনের স্ত্রী।
জানা গেছে, গোপনসূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবি’র এসআই অজয় কুমার কু-ুর নেতৃত্বে এসআই হাবিবুর রহমান, এএসআই মাহাতাব, হেলাল উদ্দিনসহ ডিবি পুলিশের একটি দল ওয়াপদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার পলাতক আসামি ইমাকে গ্রেফতার করে।