মেহেরপুরে মাদকসহ স্বামী-স্ত্রী আটক

 

মেহেরপুর অফিস: মেহেরপুর সদর ফাঁড়ি পুলিশের মাদকবিরোধী অভিযানে শাহারুল ইসলাম ও তার স্ত্রী রেনুকা বেগমকে ফেনসিডিলসহ আটক করা হয়েছে। এ সময় তাদের নিকট থেকে ৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড কাজি অফিসপাড়া এলাকায় অভিযান চালিয়ে ফেনসিডিলসহ তাদের আটক করা হয়। আটক শাহারুল ইসলাম ওই এলাকার কুবাদ আলীর ছেলে। জানাগেছে, গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর সদর ফাঁড়ি পুলিশের এসআই সোহরাব হোসেনের নেতৃত্বে এএসআই নাজমুল ও এটিএসআই জালালসহ সঙ্গীয় ফোর্স মেহেরপুর শহরের পুরাতন বাসষ্ট্যান্ড কাজি অফিসপাড়ার শহারুল ইসলামের মুদি দোকানে অভিযান চালান। এ সময় সেখান থেকে ৪ বোতল ফেনসিডিল উদ্ধারসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা হয়েছে।

Comments (0)
Add Comment