মেহেরপুর অফিস: মেহেরপুর শহরসহ সদর উপজেলার বিভিন্ন এলাকায় মেয়াদোত্তীর্ণ খাবার রাখাসহ মূল্য তালিকা না থাকায় তিন ব্যবসায়ীর নিকট থেকে ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে এ অভিযান চালানো হয়ে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সজল আহমেদের নেতৃত্বে অভিযান চলাকালে মেয়াদ উত্তীর্ণ খাবার রাখাসহ মূল্য তালিকা না থাকায় কোর্ট রোডের সাব্বির স্টোরের মালিক আব্দুস সালামের নিকট ৫হাজার টাকা, বামনপাড়ার সোহাগ স্টোর ৩ হাজার টাকা এবং ইমাদুলের দোকানে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সাথে মেয়াদোত্তীর্ন খাদ্যদ্রব্য বিনষ্ট করা হয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী এ জরিমানা আদায় করা হয়েছে। অভিযানে অন্যদের মধ্যে জেলা স্যানিটারী ইন্সপেক্টর তাজিমুল হক, মেহেরপুর সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও সেভ ফুড ইন্সপেক্টর তারিকুল ইসলাম উপস্থিত ছিলেন।