মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা সরকারি গণগ্রন্থাগারের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে জেলা সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। জাতীয় সাহিত্য পরিষদ মেহেরপুর জেলা শাখার সভাপতি নুরুল আহমেদের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আশরাফুজ্জামান ভূঁইয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম। অনুষ্ঠানের মূল আলোচক হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা সরকারি গণগ্রন্থাগারের জুনিয়র লাইব্রেরিয়ান এমদাদুল হক। পরে উল্লিখিত দিবসসমূহ পালনে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।