মেহেরপুর অফিস: জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হাসেম আলী (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার শালিকা গ্রামের মাঝপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত আবুল হাসেম শালিকা গ্রামের শওকত আলীর ছেলে।
জানা গেছে, ঘটনার সময় হাসেম আলী বৈদ্যুতিক পাম্পের সাহায্যে নিজ জমিতে পানি সেচ দিচ্ছিলেন। এ সময় বৈদ্যুতিক মটরের কাছে গেলে বিদ্যুতের তারের সাথে তার হাতে থাকা হাসুয়া ঠেকলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় একই মাঠের অন্য কৃষকরা তাকে উদ্ধার করে দ্রুত মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।