মেহেরপুর অফিস: মেহেরপুর শহরের শেখপাড়া ভোরের ছোঁয়া যুব সংঘের উদ্যোগে বাল্যবিয়ে প্রতিরোধ ও মাদকবিরোধী সাইকেল র্যালির আয়োজন করা হয়। গতকাল শুক্রবার সকালে ভোরের ছোঁয়া যুব সংঘের সভাপতি আশিকুর রহমান আশা, সাধারণ সম্পাদক ফাহাদ হোসেনের নেতৃত্বে বাল্যবিয়ে প্রতিরোধ ও মাদকবিরোধী সাইকেল র্যালিটি ভোরের ছোঁয়া যুব সংঘের সামনে থেকে শুরু করে মেহেরপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদ¶িণ শেষে মেহেরপুর সদর উপজেলার ঝাউবাড়িয়া, সুবিদপুর খাপাড়া, বাবুর পাড়া, উত্তর শালিকা, কালিগাংনী হয়ে গাংনীর নওয়াপাড়া, ভাটপাড়া ডিসি ইকো পার্কে গিয়ে শেষ হয়। র্যালিতে অন্যান্যের মধ্যে যুগ্মসম্পাদক সাইদুল ইসলাম সহ ভোরের ছোঁয়া যুব সংঘের সদস্যরা অংশগ্রহণ করেন।