মেহেরপুরে ফেনসিডিল রাখার অপরাধে এক ব্যক্তির ৩ বছর কারাদণ্ড

মেহেরপুর অফিস: মেহেরপুরে ফেনসিডিল রাখার অপরাধ প্রমাণিত হওয়ায় আরেফিন নামের এক ব্যক্তিকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরও ৩ মাসের কারাদ-ের আদেশ দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর স্পেশাল ট্রাইবুনাল ২য় আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস এ রায় দেন। সাজাপ্রাপ্ত আরেফিন মেহেরপুর সদর উপজেলা বুড়িপোতা গ্রামের আনসার আলীর ছেলে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে ২০১৩ সালের ১৬ ডিসেম্বর তৎকালীন মেহেরপুর ডিবির এএসআই রবিউল ইসলামের নেতৃত্বে বুড়িপোতা গ্রামে অভিযান চালানো হয়। ওই সময় ডিবি পুলিশ ১২ বোতল ফেনসিডিলসহ আরেফিনকে গ্রেফতার করেন। ঘটনায় স্পেশাল পাওয়ার অ্যাক্ট ১৯৭৪ এর ২৫ বি (২) ধারায় মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। যার জি আর কেস নং ৭৯৭/১৪। স্পেশাল ট্রাইব্যুনাল কেস নং ১১৬/২০১৪। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় মোট ১১ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন। এতে আসামি দোষী প্রমাণিত হওয়ায় আদালত তাকে ৩ বছর সশ্রম কারাদ-, ২ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের কারাদ-ের আদেশ দেন। মামলায় রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি কাজি শহীদ এবং আসামিপক্ষে খন্দকার আব্দুল মতিন কৌসুলী ছিলেন।

 

Comments (0)
Add Comment