মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণার্থী ও আত্মকর্মী যুবদের সাথে মতবিনিময় শেষে চেক বিতরণ করা হয়েছে । গতকাল সোমবার দুপুরের দিকে মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তর মিলনায়তনে মতবিনিময় ও চেক বিতরণ করা হয়। মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক কেএম জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (দা. বি ও ঋণ) এ কে এম মফিজুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের ডেপুটি কো-অর্ডিনেটর লক্ষণ বাহাদুর। পরে সেখানে ৫ জন আত্মকর্মী যুবকের মধ্যে ৬০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়।