মেহেরপুরে পুলিশ মেমোরিয়াল ডে পালিত

 

মেহেরপুর অফিস: দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বিধান, আইনশৃঙ্খলা ও জনগণের জানমাল রক্ষার মতো ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন পুলিশ সদস্যরা। দেশের যে কোনো প্রয়োজন ও সঙ্কটে নিজের জীবন উৎসর্গ করতেও কুণ্ঠাবোধ করেন না তাঁরা। কর্তব্য পালনকালে প্রতিবছর অনেক পুলিশ সদস্য আহত ও নিহত হন। তাদের আত্মত্যাগের মহান দৃষ্টান্ত পুলিশ বাহিনীর জন্য গৌরব ও সম্মানের। তাই কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের কৃতিত্বপূর্ণ ও গৌরবোজ্জ্বল অবদানকে স্মরণ করা হয়। বাংলাদেশ পুলিশও ২০১৭ সালের ১ মার্চ থেকে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে ‘পুলিশ মেমোরিয়াল ডে’ পালন করে আসছে। তারই আলোকে সারাদেশের ন্যায় মেহেরপুরেও পুলিশ মেমোরিয়াল ডে পালন করা হয়েছে। গতকাল বুধবার সকালের দিকে মেহেরপুর পুলিশ লাইন প্রাঙ্গনে বিশেষভাবে তৈরি মঞ্চে নিহত পুলিশ সদস্যদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মেহেরপুরের পুলিশ সুপার রাফিউল আলম সর্বপ্রথম বিশেষভাবে তৈরি বেদীতে পুষ্পমাল্য অর্পণ করেন। এরপর অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আজমল হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মইনুল আহমেদ, মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদি রাসেল, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক, মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলমসহ মেহেরপুর জেলার বিভিন্ন পুলিশ ইউনিট পৃথক পৃথকভাবে পুষ্পমাল্য অর্পণ করেন।

Comments (0)
Add Comment