মেহেরপুরে পুলিশের অভিযানে ৮ জন গ্রেফতার

 

মেহেরপুর অফিস: মেহেরপুরে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ৮ জন গ্রেফতার হয়েছেন। এদের মধ্যে নিয়মিত মামলায় ৪ জন, আদালতের পরোয়ানাভূক্ত জিআর মামলায় ৩ ও সিআর মামলায় একজন। আটককৃতদের মধ্যে মুজিবনগর থানা পুলিশ অভিযান চালিয়ে জিআর মামলায় ৩ জন ও সিআর মামলায় ১ জনকে গ্রেফতার করেছেন। এছাড়া মেহেরপুর সদর থানা পুলিশ ২জন ও গাংনী থানা পুলিশ একজনকে গ্রেফতার করেছে। শুক্রবার রাত থেকে শনিবার ভোররাত পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব আসামিদের গ্রেফতার করা হয়।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক, সদর থানার ভারপ্রাপ্ত ওসি জুলফিকার আলী ও মুজিবনগর থানার ওসি রাসেল মেহেদী গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেন। এছাড়া গত ২৪ ঘন্টায় মেহেরপুরের তিনটি থানায় মাদক মামলাসহ ৪ মামলা এফআইআরভূক্ত করা হয়েছে। মেহেরপুর পুলিশ সুপারের কন্ট্রোলরুম এ তথ্য নিশ্চিত করেছেন। শনিবার সকালের দিকে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Comments (0)
Add Comment