মেহেরপুরে ডক্টরস ল্যাব উদ্যোগে সংবাদকর্মীদের মাঝে মাস্ক প্রদান

মেহেরপুর প্রতিনিধি: করোনা ভাইরাসের এমন পরিস্থিতিতে ঝুঁকি নিয়েও পেশাগত দায়িত্ব থেকেই মাঠে রয়েছে সংবাদকর্মীরা। সাধারণ মানুষের কাছে করোনা ভাইরাস এর সর্বশেষ খবরটি পৌঁছে দিতে প্রতিনিয়ত ছুটে বেড়াচ্ছেন তারা। সরকারি নির্দেশনা রয়েছে ঘরে থাকার কিন্তু সংবাদকর্মীরা দেশের সার্বিক অবস্থা তুলে ধরার জন্য জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে। করোনা ভাইরাসের প্রাদূর্ভাবরোধে কিছুটা হলেও মেহেরপুর ডক্টরস ল্যাবের উদ্যোগে মেহেরপুরে সংবাদকর্মীদের মাঝে মাস্ক প্রদান করেছে। মঙ্গলবার সকালে মেহেরপুর শহরের ডক্টরস ল্যাবে বিভিন্ন সংবাদকর্মীদের মাঝে মাস্ক প্রদান করেন কর্তৃপক্ষ। এসময় ডক্টরস ল্যাব এর ব্যবস্থাপক সাজেদুর রহমান সাজু উপস্থিত থেকে সংবাদকর্মীদের মাস্ক তুলে দেন।

 

Comments (0)
Add Comment