মেহেরপুরে ঘুমের ওষুধ খেয়ে ৫ জন হাসপাতালে

মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার ফতেপুর গ্রামে ঘুমের ঔষধ মিশ্রিত কোমল পানীয় খেয়ে ৫ জন গুরুতর অসুস্থ হয়েছে। তাদের মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। গতকাল সোমবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলো ফতেপুর গ্রামের আজিজুলের ছেলে মেহেরুল্লাহ, মেয়ে চাঁদ মালা ও মুনসুরের ছেলে আজিজুল এবং শোলমারী গ্রামের দেওয়ানের ছেলে সাইফুল ও মেহেরুলের মেয়ে মিম।
জানা গেছে, আগের দিন রাতে ফতেপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম কোমল পানীয়’র ভিতরে ঘুমের বড়ি মিশ্রিত করে বাড়িতে নিয়ে যায়। পরে ওই কোমল পানীয় বাড়ির সকলে পান করলে বাড়ির সবাই অসুস্থ হয়ে পড়ে। এ সময় তাদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

 

Comments (0)
Add Comment