মেহেরপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পরিবারের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন

মেহেরপুর অফিস: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পারিবারিক কৃষির আওতায় সবজি-পুষ্টি বাগান স্থাপনের লক্ষ্যে মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলার মোট ২৮৮টি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পরিবারের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির শুভ উদ্বোধন করেন। গত সোমবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কৃষি প্রণোদনা কর্মসূচির অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আতাউল গনি। এ সময় উপস্থিত ছিলেন কৃষি অধিদফতরের উপ-পরিচালক কামরুল হক মিঞা, সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল আলম, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার ওসমান গনি, সদর উপজেলা কৃষি কর্মকর্তা নাসরিন পারভীন, আমদাহ ইউপি চেয়ারম্যান আনারুল ইসলাম, বুড়িপোতা ইউপি চেয়ারম্যান শাহজামান, মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিন হোসেনসহ সরকারি ও বেসরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
‘মুজিববর্ষের অঙ্গীকার, নিরাপদ সবজি উপহার’ এই প্রতিপাদ্যে দুটি উপজেলার কৃষকদের মাঝে লালশাক, পুইশাক, পালনশাক, মুলাশাক, বেগুন, মরিচ, শশা, বরবট্টি, ঢেড়স, সিমসহ ১২ রকম সবজীর বীজ দেয়া হয়। সেই সাথে জৈব-অজৈব সার বাবদ ৪৩৫ টাকা, পরিচর্র্যা ও বেড়া বাবদ ১৫শ’ টাকা মোবাইলের মাধ্যমে দেয়া হবে।

Comments (0)
Add Comment