মেহেরপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও নগদ অর্থ বিতরণ

 

মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে ২০২১-২০২২ অর্থবছরে খরিপ মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় উফশী আমন ধান এবং গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও নগদ অর্থ (মোবাইল এ্যাকাউন্টে) বিতরণের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার দুপুরে মেহেরপুর সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও নগদ অর্থ বিতরণের উদ্বোধন করা হয়। সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিনামূল্যে রাসায়নিক সার ও নগদ অর্থ বিতরণের উদ্বোধন করেন। এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রিপন, উপজেলা কৃষি কর্মকর্তা নাসরিন আক্তার প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন। মেহেরপুর সদর উপজেলার এক হাজার ৬৩৫ জন প্রান্তিক কৃষকের প্রত্যেককে ৫ কেজি করে ধানের বীজ, ১০ কেজি করে ডিএপি সার, ১০ কেজি করে এমওপি সার, নগদ ২ হাজার ৮শ’ টাকা এবং ১৫০ জন চাষির প্রত্যেককে এক কেজি করে পেঁয়াজ বীজ, ২০ কেজি করে এমওপি এবং ডিএপি সার প্রদান করা হয়।

Comments (0)
Add Comment