মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের মাসিক সমন্বয় সভা শেষে মেহেরপুর সদর উপজেলার সিএইচসিপিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সিভিল সার্জন ডা. জওয়াহেরুল আনাম সিদ্দিকী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন।
সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অলোক কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডা. ইনজামাম-উল-হক, ইপিআই সুপার খন্দকার আবু সামাইন, স্যানিটারী ইন্সপেক্টর তারিকুল ইসলাম প্রমুখ।
পরে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার মইনুদ্দিন, ইসরাত জাহান ও সাজিদুর রহমানকে যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার প্রদান করা হয়।