মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে সদর উপজেলা পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত মেহেরপুর কবি নজরুল শিক্ষা মঞ্জিল মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা হামদ নাত, কেরাত, বাংলা এবং ইংরেজি রচনা, বিতর্ক, তাৎক্ষণিক অভিনয়, জারি গান, ইংরেজি বক্তৃতা, কবিতা আবৃত্তি, নজরুল সংগীত, রবীন্দ্র সংগীত, লোকসংগীত, উচ্চাঙ্গ নৃত্য, লোকনৃত্য, দেশাত্মবোধক গান, লোকগীতি সহজ ১৭টি ইভেন্টে অংশগ্রহণ করে। সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মনিরুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার আনারুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ প্রতিযোগিতা চলার সময় সেখানে উপস্থিত ছিলেন।