মেহেরপুরে আরও একজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত

মেহেরপুর অফিস: গত ২৪ ঘণ্টায় মেহেরপুরে আরও একজন করোনা রোগী সনাক্ত হয়েছেন। এদিকে জেলায় মোট করোনা ভাইরাস পজেটিভ রোগীর বর্তমান সংখ্যা ১৪ জন। নতুন আক্রান্ত একজন মেহেরপুর সদর উপজেলার বাসিন্দা। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মেহেরপুরের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
মেহেরপুর সিভিল সার্জন অফিস জানায়, ল্যাবে নমুনা পরীক্ষা শেষে এদিন বিকেলে আটটি নতুন রিপোর্ট পাওয়া যায়। যার মধ্যে একজনের দেহে করোনা পজেটিভ হয়। বাকিগুলোর ফলাফল করোনা নেগেটিভ হয়। এ নিয়ে মেহেরপুর জেলায় পাঁচ হাজার ১৭১ জনের দেহের নমুনা পরীক্ষা করা হয়। এতে জেলায় এ পর্যন্ত মোট ৭৪৮ জনের দেহে করোনা পজেটিভ হয়। এর মধ্যে ৬৫৬ জন সুস্থ্য হয়েছেন। যার মধ্যে সদর উপজেলায় ৩৫৬ জন, গাংনী উপজেলায় ২২২ জন এবং মুজিবনগর উপজেলায় ৭৮ জন রয়েছেন। এছাড়া এ পর্যন্ত মারা গেছেন ১৮ জন।
চিকিৎসাধীন বাকি ১৪ জনের মধ্যে সদরে নয় জন, ও মুজিবনগরে পাঁচ জন রয়েছেন। ট্রান্সফার্ড হয়েছেন ৬০ জন। যার মধ্যে সদর উপজেলার ৪৫ জন, গাংনী উপজেলার ১৩ জন ও মুজিবনগর উপজেলার দুজন রয়েছেন। মারা যাওয়া ১৮ জনের মধ্যে সদর উপজেলার ১০ জন, গাংনী উপজেলার ছয় জন এবং মুজিবনগর উপজেলার দুজন রয়েছেন।

Comments (0)
Add Comment