মেহেরপুর অফিস: মেহেরপুর সদর থানা পুলিশ সদর উপজেলার রাধাকান্তপুর গ্রাম থেকে বোমা সাদৃশ্য ৪টি বস্তু উদ্ধার করেছে। গতকাল বৃহস্পতিবার সকালে স্থানীয়দের দেয়া তথ্যমতে পুলিশ সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের রাধাকান্তপুর গ্রামের পিটুলিতলার টুটুলের সারের দোকানের সামনে থেকে বোমা সাদৃশ্য ওই বস্তুগুলো উদ্ধার করে। মেহেরপুর সদর থানার ওসি রফিকুল ইসলাম জানান-রাধাকান্তপুর গ্রামের জিন্নাত আলীর ছেলে টুটুলের সার ও কীটনাশকের দোকানের সামনের রাস্তার উপর একটি শপিং ব্যাগের ভিতর লাল কসটেপ দিয়ে মোড়ানো ৪টি বোমা পড়ে আছে। বোমা সাদৃশ্য বস্তুগুলো স্থানীয় লোকজন দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পেঁৗঁছে বোমা সাদৃশ্য বস্তুগুলো উদ্ধার করে থানায় নেয় এবং বালতি বোঝায় পানির মধ্যে ডুবিয়ে রাখে।