মেহেরপুরের মুজিবনগরে ৪ বিঘা জমির কলা ও পেঁপে গাছ কর্তন

 

মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের ডুবার মাঠে ৪ বিঘা জমির কলা ও পেঁপে গাছ কেটে তছরুপ করেছে দুর্বৃত্তরা। গত সোমবার দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়।

এতে কৃষকের প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত চাষি। ক্ষতিগ্রস্থ চাষি ও মহাজনপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড কাউন্সিলর ফিদু শেখ জানান, আমি মহাজনপুর ইউনিয়ন ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক, আমি দীর্ঘদিন ধরে আবাদ করে আসছি কিন্তু এ ধরনের সমস্যার সম্মুখীন হয়নি। গতকাল মঙ্গলবার সকালে জানতে পারি জমির কলা ও পেঁপের ফলন্ত গাছ রাতের আঁধারে কে বা কারা কেটে দিয়েছে। এবছরও আমি ৪ বিঘা জমিতে কলা ও পেঁপে চাষ করেছিলাম। কিন্তু নির্বাচন করার কারণে পূর্ব শত্রুতার জের ধরে আমার ফসল কেটে দেয়া হয়েছে। এতে আমার প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ব্যাপারে মুজিবনগর থানায় জিডি করার প্রস্তুতি নিচ্ছে বলেও জানান ওই কৃষক।

Comments (0)
Add Comment